অদ্য ১৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার বেলা ১২:০০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল জেলা ও মহানগর কমিটি পূনর্গঠনের লক্ষ্যে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে বরিশাল নতুন বাজার সংলগ্ন সি. এন. জি. আলফা মালিক সমিতির কার্যালয়ে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ নান্নু মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল থ্রি হুইলার, অটোরিক্সা, আলফা, মাহিন্দ্রা, সি. এন. জি. শ্রমিক ইউনিয়নের সভাপতি এস. এম. মিজানুর রহমান অহিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং নব্বই দশকের এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের স্বক্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর সৈনিক জনাব মোঃ আলমগীর হাওলাদার।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ।