১৬ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তা্র করেছে জামালপুর সদর থানা পুলিশ। ১৪ আগস্ট, বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা গ্রামে মুন মিথি ফিলিং স্টেশনের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের শাহিনুর ইসলাম, ময়মনসিংহের ফুলবাড়িয়ার জয়পুর গ্রামের জালাল উদ্দিন, টাঙ্গাইলের আকুরটাকুরপাড়ার সুশান্ত পাল, মাকরকুল গ্রামের তোফাজ্জল হোসেন, মির্জাপুর বাইপাস রোডের ছানোয়ার হোসেন, ঘাটাইল কাচড়া গ্রামের বেল্লাল হোসেন ও মধুপুরের গাছাবাড়ী গ্রামের সজীব মিয়া।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দায়ের করার পর ১৫ আগস্ট, শুক্রবার বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।