১৫ আগষ্ট শুক্রবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট, শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, সাবেক জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আইনজীবী মোকাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক নুর ইসলাম তোতা, মোতালেব সরকার ও আবদুল হামিদ,
পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছানু সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাবেক সদস্য ভাটি সাইফুল, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রহমত আলী প্রমুখ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আপোসহীনতার কারণেই ১৫ বছরের ফ্যাসিস্ট হটাও আন্দোলন বেগবান হয়েছে।
এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং তার রোগমুক্তি কামনা করেছেন।