৫ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আগস্ট ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুথানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক গণ মিছিলের আয়োজন করা হয়েছে।
দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা থেকে মিছিল বের হয়। দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতা কর্মী সহ সাধারন মানুষ মিছিলে অংশ নেয়।
মিছিলটি দেওয়ানগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জামালপুর ১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মোহাম্মাদ নাজমুল হক সাঈদী। মিছিলটি দেওয়ানগঞ্জ পৌরশহরে সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে গিয়ে শেষ হয়।