ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান—যা শোক এবং বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত—তার বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গসংগঠনসমূহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক পৃথক ভাবে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১টায় রাজিবপুর উপজেলায় বিজয় র্যালিটি শুরু হয়। র্যালি শেষে রাজিবপুরের থানা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, এবং জেলা বিএনপির নেত্রীবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ ।
বক্তারা বলেন, “ছাত্র জনতার এই ঐতিহাসিক আন্দোলন ছিল একটি স্বৈরাচারবিরোধী প্রতিরোধের প্রতীক। এই গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রেখেছিল।”
তারা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই চেতনা আমাদের নতুনভাবে উদ্বুদ্ধ করে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে ছাত্র জনতার সেই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের কল্যাণ, শহীদদের আত্মার মাগফেরাত ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।