৪ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিহাব বিন আমিন, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জুলাই গণআন্দোলনে ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামার সাহসী ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনা শেষে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওইসময় জেলার বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ উপস্থিত ছিলেন।