ছাত্রসমাবেশে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ কাদের।
শনিবার সকালে মাওয়া রোডে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চোখে-মুখে আঘাতপ্রাপ্ত এম এ কাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।