২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস)-এ Aid to Good Investigation (১১৪ তম ব্যাচ) ও Criminal Intelligence Analysis (৩৮ তম ব্যাচ) কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিএস-এর কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি জনাব শাহ মাহমুদ এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ডিটিএস) মোসাঃ সিদ্দিকা বেগম এবং বিশেষ পুলিশ সুপার (এফটিআই) জনাব মোঃ সালাহউদ্দিন।
এছাড়াও উপস্থিাত ছিলেন সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
এ দুইটি বিশেষায়িত প্রশিক্ষণে সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৪৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে “Aid to Good Investigation” কোর্সে ২৬ জন এবং “Criminal Intelligence Analysis” কোর্সের ২২ জন প্রশিক্ষণার্থী ছিলেন, যারা প্রত্যেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
“Aid to Good Investigation” কোর্সে প্রশিক্ষণার্থীরা DNA নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ত্রুটি চিহ্নিতকরণ, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং ও আসামীদের জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অপরদিকে “Criminal Intelligence Analysis” কোর্সে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় সিডিআর বিশ্লেষণ, ব্যাংক স্টেটমেন্ট, ওপেন সোর্স তথ্য বিশ্লেষণ, ক্রাইম ইন্টেলিজেন্স, মোবাইল সংক্রান্ত অপরাধ, ফেসবুক ও আইপিডিআর বিশ্লেষণ, মোবাইল ট্র্যাকিং, ডার্কনেট এবং ইন্টারনেট ভিত্তিক লোকেশন স্টাডি বিষয়ে।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। “Aid to Good Investigation” কোর্সে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে জনাব আসমা আক্তার সোনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, ঢাকা, জনাব সাহাদত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট এবং জনাব মোঃ সোহরাওয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা।
“Criminal Intelligence Analysis” কোর্সে জনাব এ, কে, এম, সালিমুল হক, সহকারী পুলিশ সুপা্র, হবিগঞ্জ জেলা, জনাব সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপা্র, নাটোর জেলা, জনাব মোঃ আবুল বাশার, সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপারনিউমারারী এসপি), ডিটিএস, সিআইডি।