ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী ,খাল – বিল পানি যুক্ত মাঠের দিকে ।
ডিম ছাড়বে পোনা হবে লক্ষ কোটি মাছে ভরে উঠবে দেশ।
অতএব আপনার সামান্য লোভ হতে পারে দেশের অনেক বড় ক্ষতির কারণ।।
চলুন আমরা সচেতন হই,, অঙ্গীকার বদ্ধ হই,,
ডিমওয়ালা মাছগুলো নিধন করবো না,,
দেশ ও দশের কল্যাণের স্বার্থে কাজ করি ।
প্রকৃতি কে তার নিজস্ব গতিতে চলতে দিন।
কলমেঃ (জয় দাস)