বরগুনার যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে নাজুক অবস্থা তুলে ধরে তাৎক্ষণিক উন্নয়ন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় বরগুনা সদরের মসজিদ চত্বরে অনুষ্ঠিত এক উন্নয়ন সমাবেশে এসব দাবি তোলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “বরগুনার রাস্তাঘাটের বেহাল দশা ও হাসপাতালগুলোর অপ্রতুল চিকিৎসা সেবা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুঃসহ করে তুলেছে। আমরা অলিগলি ঘুরে সাধারণ মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। এখনই পদক্ষেপ না নিলে বরগুনা আরও পিছিয়ে পড়বে।
তারা আরও জানান, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় এনসিপি। আমরা উন্নয়নকে উপজীব্য করে রাজনীতি করতে এসেছি, প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ করতে চাই।
এসময় পরিবেশ ও নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “বিপন্ন হয়ে পড়েছে বরগুনার নদ-নদী। অবিলম্বে ড্রেজিং ও তীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন জরুরি।
সমাবেশে বক্তব্য রাখেন—এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জিস আলম, সমাজকল্যাণ সম্পাদক হাসনাত আব্দুল্লাহ, মহিলা নেত্রী সামান্তা শারমিন এবং স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. তাসনিম জারা সহ আরও অনেকে।