১৪ ই জুলাই সোমবার শেরপুর জেলার শ্রীবরদীতে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ১১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১৮ জনের মাঝে ৩৭ বান্ডিল ঢেউটিন ও ১৮ জনের মাঝে ১ লক্ষ ১১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন৷ শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস, কার্যসহকারী সালাউদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।