অদ্য ০২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার বরিশাল বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের – বরিশাল রেঞ্জ এর ৬ জেলা পুলিশ -বরিশাল, পিরোজপুর , পটুয়াখালী , ভোলা, বরগুনা , ঝালোকাঠি পুলিশ ,বরিশাল মেট্রপলিটিন পুলিশ , র্যব ৮, বরিশাল এপিবিএন , পিবিআই, ট্যুরিস্ট পুলিশ , নৌ পুলিশ, আর আর এফ সদস্যদের সাথে মাননীয় ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও বিভাগীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।