মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

জেন্ডার বাজেট (২০২৫-২৬) : বাংলাদেশ মহিলা পরিষদের আলোচনা সভা

সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন....

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতার প্রতিফলন ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভায়।

১৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় নীতি-নির্ধারক, অর্থনীতিবিদ ও নারী অধিকার কর্মীরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মালেকা বানু-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি জেন্ডার বাজেটকে মহিলা পরিষদের দীর্ঘদিনের অ্যাডভোকেসির ফল হিসেবে উল্লেখ করেন। যদিও এবারের বাজেটে জেন্ডার খাতে বরাদ্দ কিছুটা কমেছে, তিনি গুণগত বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, বাজেটের এফিসিয়েন্সি বৃদ্ধি করা হয়েছে।

 

তিনি সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জেন্ডার বাজেটের বাস্তবায়ন আরও মানসম্মত ও বাস্তবসম্মত হয়।

বিশেষ অতিথিদের মধ্যে সানেমের ডেপুটি ডিরেক্টর ইশরাত শারমিন জেন্ডার বাজেট নিয়ে উপলব্ধির ঘাটতির কথা বলেন এবং সংকটকালে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব কমা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। ইউএনডিপির জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বাজেট বাস্তবায়নের পরিকল্পনা এবং নারীর জীবনে এর কার্যকারিতা মূল্যায়নে মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

 

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম প্রান্তিক নারীদের জন্য বরাদ্দ বৃদ্ধি, নারী শ্রমিকদের তথ্য সংরক্ষণ এবং প্রবাসী নারী শ্রমিকদের সহায়তার জন্য দূতাবাসে বাজেট বাড়ানোর দাবি জানান। দলিত নারী ফোরামের প্রকল্প কর্মকর্তা তামান্না সিং বড়াইক দলিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সুস্পষ্ট বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরাও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, অপ্রাতিষ্ঠানিক কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দান এবং শিক্ষার ব্যয় কমানোর মতো বিষয়গুলো জেন্ডার বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ