শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান জনাব তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা চুড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫!

সানিয়া আক্তার , বরিশাল সদর উপজেলা রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৯ মে ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫,
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০:৩০ ঘটিকায় বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপনের শুভ সূচনা করা হয় এবং পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সভার শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মহুতি দিয়েছেন তাদেরকে গভির শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় সভাপতি মহোদয় বলেন বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হিসেবে আজ শুধু বাংলাদেশে নয় শান্তিরক্ষায় পুরো পৃথিবীতে অনন্য অবদান রেখে যাচ্ছে।
শান্তিরক্ষায় আজ বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন তথা সেসব দেশ পুনর্গঠনেও এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল জনাব আবু আহাম্মদ আল মামুন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, বরিশাল জনাব মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ নাজিমুল হক।
উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) জনাব সুশান্ত সরকার,পিপিএম, উপ-পুলিশ পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি/)।
জনাব মোঃ শরফুদ্দীন মেজর, বরিশাল ক্যাম্প
জনাব আসাদুজ্জামান প্রিন্স, স্কোয়ার্ডান লিডার, বিএএফ, রাডার ইউনিট, বরিশাল
জনাব মোঃ মুবিন, সিএফও, ইউনিসেফ, বরিশাল বিভাগ জনাব আনওয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ।
এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য ও ভিডিও চিত্র ধারণ

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ