শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান জনাব তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা চুড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন। শেরপুরে বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার

মাদারীপুরে নদ থেকে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় হাতবোমা নিক্ষেপ, গৃহবধূসহ আহত ৩

মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় এলাকাবাসীর উপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

 

এতে এক গৃহবধুসহ আহত হয়েছেন অন্তত ৩ জন। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই এলাকার কুটি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।

 

 

 

স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদের সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক এলাকায় দীর্ঘদিন ধবে বালু উত্তোলন করে আসছে আলম হাওলাদার, পাপ্পু হাওলাদারসহ একটি অসাধু চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করে তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের উপর অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে আলম ও পাপ্পু হাওলাদার ও তার সহযোগিরা। এতে হাতবোমার আঘাতে এক গৃহবধুসহ আহত হয় অন্তত তিনজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরতর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ

 

 

মাদারীপুর সদর মডেল থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ককটেলের আঘাতে আহতের খবরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক নেয়া হবে আইনগত ব্যবস্থা।

 

 

 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আড়িয়াল খাঁ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরইমধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া বেশকিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ