জামালপুরের ইসলামপুরে উপজেলায় চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় কর্তব্যে অবহেলার দায়ে ৮ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রিপন মিয়া, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান, হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম, পচাবহলা দাখিল মাদ্রাসার শিক্ষক সেলিম মিয়া, মরাকান্দী দাখিল মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, কান্দার চর দাখিল মাদ্রাসার শিক্ষক বিপুল রানা, ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রিদুয়ানুল হক ও রামভ্রদা দাখিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি ওই শিক্ষককদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেন।
পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পরীক্ষা চলাকালে কোন প্রকার অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।