২২ মে বৃহস্পতিবার শেরপুর জেলায় শ্রীবরদী উপজেলার আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ মে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
তিনি প্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। তাই এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা বাড়ানোর মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপর তাগিদ দেন তিনি।
কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ইসরাত জাহান পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, এসএম সোহান প্রমুখ। অনুষ্ঠানে এডহক কমিটির অন্যান্য সদস্যগণ, কলেজের শিক্ষক ও অভিভাবকমণ্ডলীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক ইসরাত জাহান পান্নাকে সভাপতি করে শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ...