যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি বিপ্লব আলীর নেতৃত্বে শতাধিক স্টুডেন্ট নার্স এ কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন।
এরপর তিন বছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করেন। কিন্তু চাকরির বাজারে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ ক্যাটাগরির আরো নিউজ...