২০ এপ্রিল রবিবার দুপুরে জামালপুর জেলা শহরের বেসরকারি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ে ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী মহাসমাবেশের সমর্থনে জামালপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
২০ এপ্রিল দুপুরে জামালপুর শহরের গেটপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভের সময় বক্তব্য রাখেন পলিটেকনিক শিক্ষার্থী ইমরান তাহির, অনন্ত, সাথী, নাইমুল, জিহাদ, আবির প্রমুখ। বক্তারা বলেন, কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি।
এছাড়াও জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ আন্দোলনের ছয়দফা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেনে নেয়ার দাবি জানান। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গেটপাড়ে গিয়ে শেষ হয়।