২৯ মার্চ শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিন মকিরচর গ্রামের প্ল্লী চিকিৎসক নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে আয়েশা সিদ্দিকা(৭) পানিতে ডুবে মারা যায়।সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, অদ্য শনিবার দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতারমারা বিলে মাছ ধরতে যায়। সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে ডুবে যায়। আয়েশা সিদ্দিকা খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন। আয়শার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।