বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল ১১ টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে রানাগাছা ইউনিয়নের কানিল রেল ক্রসিং এ এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গেইটম্যান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার (৪৭) ট্রেনটি রেলক্রসিং এ আসলে অপরদিকে মহাসড়কে ময়মনসিংহ দিক থেকে আসা তরমুজবাহী একটি ট্রাক রেল ক্রসিং এর সিগন্যাল ভেঙে লাইনের উঠে যায়।এতে ট্রেন মালবাহী ট্রাকটি ধাক্কা দিলে দুমড়েমুচড়ে রাস্তার পাশে গিয়ে এক দোকানের ওপর গিয়ে পড়ে।
এতে দোকানদারসহ ট্রেনের এলএম এবং গেইটম্যান আহত হয়েছে। ট্রেনটির ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পরবর্তী রেল স্টেশনে পৌঁছলে ইঞ্জিল বিকল হওয়ায় ১ ঘণ্টা বন্ধ থাকে এবং ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে তা দেওয়ানগঞ্জ উদ্দেশ্যে রওনা করে।
এতে ট্রেনটির যাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া যায় নি। ট্রাকের তরমুজের ক্ষতি হয়েছে।ট্রাকের চালক ও হেলপার পলাতক খুঁজে পাওয়া যায়নি।
ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- কোহিনুর মিয়া(৩৫), দোকানদার আয়নাল হক এবং লোকো মাস্টারের তাৎক্ষণিকভাবে নাম জানা যায় নি।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, আনুমানিক ১১টার দিকে ট্রেন ও ট্রাক দূর্ঘটনার খবর পাই এবং সাথে সাথে আমার ফোর্স নিয়ে ঘটনার স্থলে আসি। স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় একটি তরমুজবাহী কাভার্ডভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল।
গেইটম্যান সিগ্যাল রাস্তার ফেলে রাখা অবস্থায় সিগন্যাল ভেঙে ট্রাকটি লাইনে উপর উঠে যায় সেসময় ঢাকা থেকে ছেড়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে পাশে একটি দোকানের উপর গিয়ে পড়ে।
এতে এলএম, দোকানদার আহত হয়েছে। ট্রাকটির চালক ও হেলপার পলাতক আছেন। ট্রাকটি আমরা জব্দ করেছি।