অদ্য ২৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে রোজ মঙ্গলবার জেলা প্রশাসন, ঝালকাঠি’র সম্মেলন কক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব আশরাফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিবগণ।
আলোচনায় পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব দায়িত্বশীল ব্যক্তির সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্রের সুষ্ঠু বিতরণ ও গোপনীয়তা রক্ষা, পরীক্ষার্থীদের জন্য শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে পরীক্ষায় সহায়তা প্রতিরোধের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অমিত কুমার সরকার ঝালকাঠি জেলা প্রতিনিধি
এ ক্যাটাগরির আরো নিউজ...