অদ্য ২৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি’র সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠির উদ্যোগে এবং জেলা প্রশাসন, ঝালকাঠির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীগণ।
যাকাত ইসলামি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সম্পদ থেকে প্রাপ্ত যাকাত সঠিকভাবে বিতরণ করা হলে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায় এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
এ লক্ষ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করে থাকে।
এ ক্যাটাগরির আরো নিউজ...