২৩ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ রবিবার মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শাকিল মুন্সি (৩০) নামে শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।নিহত শাকিল মুন্সি (৩০) পৌর শহরের ২ নং ওয়ার্ড এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে।
তিনি জেলা শ্রমিক দলের নেতা ছিলেন রোববার রাতে শহরের পুরানবাজার কাটপট্টি ব্রীজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এঘটনা ঘটে।
ঘটনার প্রাথমিক বিবরনে জানা যায়
বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় জেল হাজতে থাকা সাবেক কমিশনার আক্তার হাওলাদারে মামলার শুনানি ছিলো রোববার।
ধারনা ছিলো মামলায় কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন ঐদিন তাকে বরন করে এলাকায় নিয়ে আসতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকেরা।
এদিকে এলাকায় আক্তার হাওলাদারের আগমনে বাধা দিতে সরব থাকে তার প্রতিপক্ষ দল একপর্যায়ে আক্তার হাওলাদারের জামিন নামন্জুর করেন আদালত।
তবে আদালতে জড়ো হওয়া আক্তার হাওলাদার সমর্থকেরা এলাকায় প্রবেশ করলে রোববার দুপুরে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অংশ নেন নতুন মাদারীপুর এলাকার মরহুম সাইদ হাওলাদারের বংশ ও প্রতিপক্ষ মাদারীপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিসিক শিল্প নগরী এলাকার সাবেক কমিশনার আক্তার হাওলাদার এর বংশের লোকজন।
সংঘর্ষের পরপর রোববার বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তবে সন্ধ্যার পরপরই পুনরায় সংঘর্ষে জড়ান দুপক্ষ
এসময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সংঘর্ষের একপর্যায়ে মরহুম সাইদ হাওলাদারের পক্ষের সমর্থক শাকিল মুন্সি(৩০) নামে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়।
পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
এদিকে হাসপাতালে শাকিল মুন্সির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পরলে সেখানে শতশত লোক জড়ো হতে থাকেন এসময় জেলা বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে শাকিল হত্যার বিচারের দাবীতে সড়কে মৃতদেহ নিয়ে একটি মিছিল বের হয়।
ঘটনা পরবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ...