অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার দুপুর ১:৩০ মিনিটে জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা’। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানব সম্পদ) মিজ অন্তরা হালদার, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর মিজ ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার রাজাপুর জনাব রাহুল চন্দ এবং
উপজেলা নির্বাহী অফিসার কাঠালিয়া জনাব জহিরুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংক এর প্রতিনিধি সহ বিভিন্ন ব্যাংক এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই অর্থবছরের একই সময়ে গত অর্থ বছরের তুলনায় কৃষি ঋণ বিতরণ ছিল সন্তোষ জনক। এবছর প্রাক্কালিত কৃষি ঋনের শতকরা ৭৬ শতাংশ প্রদান করা হয়। ঋণ আদায় লক্ষ্যমাত্রার ৬৫% আদায় সম্পন্ন হয়। চটের ব্যাগে আদা চাষ বিষয়ে কৃষক উদ্বুদ্ধকরণের জন্য ব্যাংকারদের আহ্বান জানানো হয়।
বড়ঋণ আদায়ের ক্ষেত্রে এবং সার্টিফিকেট মামলা পরিচালনা ঝালকাঠি জেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে।
এ ক্যাটাগরির আরো নিউজ...