মাদারীপুরের ডাসারে জসিম বেপারী নামে এক শিক্ষকের মোবাইল ফোনে ভুয়া গেজেটের কপি পাওয়ায় তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এতে ক্ষোভ বিরাজ করছে নাগরিক সমাজের মাঝে।
মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ছোমেদ বেপারীর ছেলে জসিম বেপারীকে গত ১৩ মার্চ রাতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, তার মোবাইল ফোনের গ্যালারিতে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত একটি গেজেটের ভুয়া কপি পাওয়ায় তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম বেপারী সৈয়দ আতাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি।
তিনি দীর্ঘদিন যাবত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ নিয়ে আন্দোলন করে আসছিলেন। সে কারণে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবী পরিবারের।