৩০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট শনিবার বিকালে গণঅধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দেওয়ানগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।