অদ্য ২৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বরিশাল শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম কর্তৃক আয়োজিত ব্যবসায়ীক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি জনাব মোঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও স্থায়ী কমিটির সদস্য , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)।
মতবিনিময় সভায় তিনি বলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় বিশ্বাস করেনা , ক্ষমতার লোভ দেশ ও জাতিকে ধ্বংস করে। বিএনপি আগামীদিনে সরকার গঠন করতে পারলে শুধু দায়িত্ব পালন করতে বিশ্বাসী।
তিনি আরও বলেছেন অর্থনীতি আর গনতন্ত্র একে অপরের পরিপূরক। অর্থ নীতিকে গনতন্ত্রের করলে নারী- পুরুষ কোন ভেদাভেদ থাকবে না। কম বা বেশী শক্তিশালী বলতে কোন ভাষা ব্যবহার হবে না। সবার জন্য সেখানে সমান অধিকার নিশ্চিত থাকবে। অর্থনীতিতে সকলের সমান অংশগ্রহনের সুযোগ থাকবে যেখানে কারো কোন রাজনৈতিক পরিচিতি থাকবে না।