২৩ আগষ্ট শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব হিসেবে তিনি শুধু দল পরিচালনাই করেননি, বরং অসংখ্য কর্মী-সমর্থককে আদর্শবান নেতা হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও সংগঠনের প্রতি গভীর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।
ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন—
“ব্যারিস্টার সালাম তালুকদার ছিলেন সত্যিকার অর্থে নেতা বানানোর কারিগর। তিনি বিএনপিকে সুসংগঠিত করতে যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আজকের এই দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। জামালপুর জেলা বিএনপির দিবার্ষীকী
সম্মেলনে এ কথা বলেন।