২৩ আগষ্ট শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী তদ্রন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদে ৪৬ পিস মদের বোতল সহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরাফাতুল হক খান এর নেতৃত্বে ডাংধরা ইউনিয়নের পাথরের চর টুল ঘর সংলগ্ন রাজিবপুর বকশীগঞ্জ রাস্তায় একটি সিএনজি তল্লাশি করে ৪৬ পিস ফেনসিডিল মদের বোতল সহ একজন কে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক কৃত ব্যাক্তি মোঃ এনামুল হক (৪৫) পিতা- মৃত আফজাল হোসেন গ্রামঃ পারমানিকটারী থানাঃ কুড়িগ্রাম সদর জেলাঃ কুড়িগ্রাম। তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। তাকে আজ জামালপুর আদালতে সোপর্দ করা হবে।