১৯ আগষ্ট মঙ্গলবার শেরপুর-হালুয়াঘাট সীমান্ত থেকে অভিনব কায়দায় পাচারের সময় ভারতীয় ৫টি গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার ১৮ আগস্ট ভোরে হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্ত এলাকা থেকে এসব গরু আটক করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তে তেলিখালী বিওপির টহল দল অভিযান চালায়।
এসময় অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা ৫টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি আরো জানিয়েছে, সীমান্ত রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের টহল কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।