অদ্য ১৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার মাদারীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং তাঁর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এবং বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।