১৪ আগষ্ট বৃহস্পতিবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর গোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৩ আগস্ট, বুধবার রাতে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শহিদুল্লাহ সরকার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান সাংবাদিকদের জানান , ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর এলাকা থেকে ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।