রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
মোঃ আমজাদ হোসেন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সুইচগেট এলাকায় রৌমারী–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় মহাসড়কে চলাচলকারী একটি সন্দেহজনক ঢাকা গামী সিয়াম পরিবহন থামিয়ে তল্লাশি করলে দুই মাদক কারবারীর ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা হলেন—রৌমারী উপজেলার ইজলামারী গ্রামের পাপ্পু মিয়ার ছেলে রঞ্জু ইসলাম এবং একই উপজেলার চর শৌলমারী গ্রামের আব্দুল হালিমের ছেলে জাহিদ হাসান। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
ওসি বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমে আসবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুরসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।