৯ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর জেলার ইসলামপুর প্রেসক্লাব আয়োজনে গাজীপুর চান্দনা চৌরস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়।”
দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার গাজীপুর চান্দনা চৌরাস্তায় সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা প্রেস ক্লাব, বকশীগঞ্জ,জামালপুর এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাব আয়োজনে গাজীপুর চান্দনা চৌরস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।”