৭ আগষ্ট জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্দবাড়ী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই মানববন্ধন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম।
এসময় স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি বালুখেকো চক্র পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে রাতদিন ২৪ ঘন্টা বালি উত্তোলন করছে। নদ থেকে বালি উত্তোলণ করায় নদের পাড়ের বসতবাড়ি ও গাছপালা নদের গর্ভে বিলীন হচ্ছে। হুমকীর মূখে পড়েছে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।
অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ অসুস্থ্য হয়ে পড়ছেন। অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড দ্রুত বন্ধ না করা হলে বসতবাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোন উপায় নেই তাদের। বারবার প্রশাসনের ধারে ধারে ঘুরেও অবৈধ বালু উত্তোলন বন্ধে কোন সুরাহা পাননি এলাকাবাসী। তাই সরকারের কাছে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড বন্ধের দাবী স্থানীয়দের।