৩১ জুলাই বৃহস্পতিবার জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই জন কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। জামালপুর রেলওয়ে থানা পুলিশ ৩০ জুলাই, বুধবার জেলার ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে।
আটক দুই কালোবাজারি হলেন- ইসলামপুর উপজেলার বিল্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থেকে ১৫টি টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিল্টু মিয়াকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ থেকে ছয়টি টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।
তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০/৫০০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান , অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।