২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাজপাড়া থানা পুলিশের অভিযানে ৪জন জুয়া খেলোয়ার গ্রেপ্তার ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
মহানগরী’র রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪জন জুয়া খেলোয়ারকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজপাড়া থানার
১/ আকলেসুর রহমান ওরফে আকি (৩৩)
২/ মো: হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫)
৩/ মো: মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার
৪/ মো: শহিদুল ইসলাম (৪৪)।
ঘটনা সূত্রে জানা যায় ২৭ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত দেড়টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।
রাজশাহী মহানগর রাজপাড়া থানার ইনচার্জ এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের।