মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রাইফেল ও দেশীয় অস্ত্র সহ ৬ জনকে আটক করেছেন যৌথবাহিনী।
আটকদের মধ্যে ৩ মহিলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচীও রয়েছে।
যৌথ অভিযান মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ৯ জন গ্রেফতার!
২৫ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার গত রাত আনুমানিক ৩ টায় মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ এম এম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি এ্যামোনিশন।
১টি .৩০৩ কাটা রাইফেল।
১টি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্র সহ ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১/ মিলন সব্যসাচী(৫৪)
২/ কামাল মাতাব্বর(৫৩) ৩/খাদিজা(২৩) ৪/ লাকি বেগম(৪৫) ৫/ পারুল (৪৫) এবং ৬/ মনু মাতাব্বর(৫০)।
অন্যদিকে গত রাত আনুমানিক ১ টার সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১/ সাইফুল ইসলাম পাভেল (৩৬) ২/ সবেদ আলী মোল্লা (৫৫) এবং ৩/ মোহাম্মদ আলী রাজ শেখ (২১) নামক মোট তিন জন এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়।
সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জনকে গ্রেফতার এবং ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড এ্যামোনিশন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সাইফুল গণপিটুনির কারণে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।