মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তার লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান খুলনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মন্নুজান সুফিয়ান ও জেডিএল পরিচালক মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট সিএমপি কমিশনার মহোদয়ের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুর জেলা শিশু কল্যাণ বোর্ড সংক্রান্ত আলোচনা! বরিশালে ৮ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান দেওয়ানগঞ্জ যুবদলের আহবায়কসহ ৭ জুয়ারু গ্রেফতার শেরপুর জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জামালপুরে মেষ্টা ইউপির ওয়ার্ড বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাথরঘাটায় ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত কর্মীর উপর সন্ত্রাসী হামলা

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

আহত নাসির উদ্দিন মুমূর্ষু, শহরে থমথমে অবস্থা বরগুনার পাথরঘাটা পৌর শহরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার জেরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে শহরের ইমান আলী সড়কের উত্তর প্রান্তে ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভর নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াতের পৌর কর্মী নাসির উদ্দিন চৌধুরীর উপর রামদা দিয়ে হামলা চালায়।

 

নাসির উদ্দিন গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত নাসির উদ্দিন ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাবা এবং পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা।

জানা যায়, ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে পূর্ব থেকে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার রাতে পাথরঘাটা পৌরসভার সামনে ছাত্রদলের অনুসারীরা শিবিরের ছেলেদের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ তুলে তর্কে জড়ায়। পরবর্তীতে ছাত্রদল নেতা অমিত হাসান শুভ ঘটনাস্থলে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

 

ঘটনার কিছুক্ষণ পর ছাত্রদল নেতাদের একটি দল দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে মহড়া দিয়ে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে জামায়াত আমির মাওলানা বজলুর রহমানের ফার্মেসিতে হামলা চালানো হয় এবং এরপর বাজারে অবস্থানরত মুরগি ব্যবসায়ী নাসির উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পরপরই জামায়াত নেতৃবৃন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার আসামিরা হলেন:

অমিত হাসান শুভ (সাবেক পৌর দপ্তর সম্পাদক, ছাত্রদল)

আরাফাত রহমান অভি (সাবেক উপজেলা ছাত্রদল সদস্য সচিব)

মুনিম (সাবেক কলেজ ছাত্রদল আহ্বায়ক)

আল-আমিন বায়জিদ

মাহবুব

জিহাদ খান

বাশার

শাওন

এদের অধিকাংশই ছাত্রদলের পদবঞ্চিত এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তি। এলাকাবাসীর দাবি, এদের বিরুদ্ধে ইতিপূর্বেও সাধারণ মানুষের উপর হামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ছাত্রদল নেতা অমিত হাসান শুভ বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি নিজেই রাতে হামলার শিকার হয়েছি।”

অন্যদিকে, উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। আমাদের কর্মী নাসির উদ্দিন বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা এই বর্বর হামলার বিচার চাই।”

পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদার সাংবাদিকদের বলেন, “ছাত্রদল-শিবিরের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু কে বা কারা কুপিয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।”

এদিকে ঘটনার প্রতিবাদে পৌর জামায়াতের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ