বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন এ এসেছিলো শত শত মানুষের ঘরে আলো ফিরিয়ে দিতে কিন্তু ভাগ্যের পরিহাসে তার জিবনের আলোই নিভে গেল।
কারেন্ট এর মিটারের লাইন ঠিক করার জন্য উঠেছিলো কারেন্ট এর খুঁটি তে কিন্তু নিচে নামলো নিজের জিবনের আলো নিভিয়ে।
কিন্তু তার কপালে একটি অ্যাম্বুলেন্স জুটলো না। ৫ মিনিট এর অধিক সময় পেয়েছিলো বেঁচে থাকার জন্য কারেন্ট অফিস এ ৪ বার ফোন দেওয়ার পরে রিসিভ করে কিন্তু ততক্ষণে তার জিবনের অলো নিভে যায়।