১০ জুলাই বৃহস্পতিবার জামালপুর জেলার বকশীগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর এবং জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ – বকশীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী প্রেসক্লাবের সদস্য সহ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এখানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক ও মিডিয়া কর্মীদেরকে তিনি জাতির বিবেক ও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ উল্লেখ করে জামায়াতে ইসলামীর ইতিবাচক ও গঠনমূলক কাজের প্রচারে মিডিয়া কর্মীদের ভুমিকা কামনা করে জামায়াতের নীতি ও আদর্শ তোলে ধরেন। তিনি ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্রজনতার ত্যাগ ও অবদান স্মরন করে শহীদদের প্রতি সন্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও তার আইনগত ভিত্তি দানের দাবী জানান।
জামায়াত যে কোন সময় নির্বাচন হলে অংশ নিতে প্রস্তুত জানিয়ে বলেন জাতীয় নির্বাচনের আগে দেশের মৌলিক সংস্কার, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করন, শেখ হাসিনা সহ তার দোসরদের হত্যা, গুম, মানবতা বিরোধী কার্যক্রমের বিচার সম্পন্ন করার আগে যেন তেন ভাবে ক্ষমতার হাত বদলের কোন নির্বাচন জনগণ মানবে না বলে জানান। তিনি নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা তৈরির শর্ত হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানান ।
আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, বকশীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা আবদুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ সভাপতি হাজী রাসেল মাহমুদ ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি রবিউল ইসলাম রিশাত বক্তৃতা করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, মতিন রহমান ও শাহীন আল আমিন প্রমুখও বক্তৃতা করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ...