অদ্য ১০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার এস ক্রাফট পূর্বাশা,
সি এন্ড বি রোড, ২২ নং ওয়ার্ড, বরিশাল এর তরুন নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত সানিয়া আক্তার এর প্রশিক্ষন কেন্দ্রে তরুন নারী উদ্যোক্তাদের চলমান প্রশিক্ষন কার্যক্রম । তার নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মেয়েদেরকে ব্লকবাটিক, আর্টিফিসিয়াল গহনা সহ ঘরে বসে স্বল্প পুজিতে আয়ের বিভিন্ন প্রকার প্রশিক্ষন দিয়ে থাকেন। যাহাতে নারীরা এই ধরনের কাজ শিখে সংসারের পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি এই কাজগুলি তারা করতে পারেে এবং কাজের মাধ্যমে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ...