শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

সারাদেশে সাংবাদিকদের হামলা মামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন!

চায়না শেখ, মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

সারাদেশে সাংবাদিকদের হামলা মামলার প্রতিবাদে মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

অদ্য ১০ এপ্রিল ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংস্থার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বেলাল রিজভী, সময়ের আলো পত্রিকার সাংবাদিক ফরিদ হোসাইন, দৈনিক দিনকালের সাংবাদিক আতিকুর রহমান আজাদ, মোহনা টিভির সাংবাদিক আরিফুর রহমান মোল্লা।

 

এসময় সাংবাদিক বেলাল রিজভী তাঁর বক্তব্যে বলেন, আমরা সমবেত হয়েছি আমাদের দুই সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে।

 

 

এই অপপ্রচার চালাতে সহযোগিতা করেছে আমাদের অন্য এক সহকর্মী। আমরা এই সব সহকর্মীদের সতর্ক করে দিতে চাই। আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চান তাহলে আপনাদের সাংবাদিকতার মাঠ থেকে মাঠচ্যুত করা হবে।

 

মনে রাখবেন সাংরাদিকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিভক্ত থাকতে চায় না। কোন রাজনৈতিক নেতার লেজুরবৃত্তি করতে চায় না। আপনারা যে কাজটি করেছেন তা একজন ঠিকাদার ও চেয়ারম্যানের পক্ষ নিয়েছেন।

 

মোটেও ভালো কাজ করেননি। তিনি আরো বলেন, ঠিকাদার এবং চেয়ারম্যানকে বলে দিতে চাই আপনারা সরকারি জমি দখল করেছেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো কোথায় সাহস পান।

 

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ সভাপতি মো: নাসির উদ্দিন ফকির লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন লিয়াকত ও মো: সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আবির হাসান পারভেজ, এশিয়ান টিভির সাংবাদিক মহসিন তালুকদার, সোহেল তালুকদার, চিত্র সাংবাদিক শাহাদাত আকন ও আতিক হাসান সহ অন্যরা।

 

উল্লেখ্য, সম্প্রতি ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন ও শিবচরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজকের দর্পণের মীর ইমরান, চ্যানেল এস নাজমুল হোসাইন ও আজকের বসুন্ধরার সাংবাদিক সাইদুর রহমান শওকতের উপর সন্ত্রাসী হামলা হয়।

 

 

এবং ডাসারে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা সৈয়দ রাকিবুল ইসলাম ও প্রতিদিনের সংবাদের আতিকুর রহমান আজাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

 

এছাড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনসহ তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেন সদরের খোয়াজপুর মধ্যচক এলাকার মোসাঃ মাহমুদা খানম।

এসময় প্রশাসনের কাছে সাংবাদিকরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ