মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

মাদারীপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় বাড়ি-ঘরে আগুন

মোঃ ইমদাদুল হক মিলন, সিনিয়র স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায়
বাড়ি-ঘরে আগুন

মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের একটি কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

 

রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনায় নিহত ৩২ বছর বয়সি শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও একই গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।  নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জেল মুন্সির ছেলে। সে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি দায়িত্ব পালন করছে। তবে গ্রুপিং রাজনীতির কারণে আরেক পক্ষেরও সদর উপজেলার শ্রমিকদলের কমিটি রয়েছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিকদলের সভাপতি করা হয়।

 

 

এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিকদলের একাংশের সভাপতি শাকিল মুন্সির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় আক্তার হাওলাদার ও লিটন হাওলাদারের। এছাড়াও এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার রুবেল হাওলাদারের বংশের লোকের সঙ্গে আক্তার হাওলাদারের দ্বন্ধ ছিলো।

 

 

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন থেকে কারাগারে। তার মামলার শুনানি ছিলো রোববার। তার সমর্থকদের ধারণা ছিলো মামলায় কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন।

 

তাকে বরণ করে নিতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুরে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষের পর বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে।

 

 

নিহতের পরিবারের দাবি, লিটন হাওলাদার, আল-আমিন হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদারসহ বেশ কয়েকজন হামলা করে শাকিলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাকিল। এদিকে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপির সমর্থকরা হত্যাকারীদের বিচার দাবি করে শহরে বিক্ষোভ

 

মিছিল করে। ঘটনায় পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

ওই দিন রাতেই মারা যাওয়ার ঘটনায় নতুন মাদারীপুর এলাকার লতিফ হাওলাদার, সাজ্জাদ হাওলাদার, হায়দার হাওলাদার, রাজ্জাক হাওলাদারসহ ছোট বড় সাতটি ঘরে আগুন দেয় বিক্ষুদ্ধরা। নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘর। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফলে কোন ঘরেই পুরুষ মানুষ দেখা যায়নি। কয়েকটি স্থানে পুলিশ মোতায়ন রাখা আছে। তবে এখনো মামলা হয়নি।

 

এ ব্যাপারে নিহত শাকিলের ভাই মাদারীপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান মুন্সি জানান, আমার ভাই শাকিলকে প্রতিপক্ষ লিটন, আল আমিন, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে।

 

এরা সবাই আওয়ামী লীগের লোকজন
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোখছেদুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় পু‌লিশ, সেনাবা‌হিনী ও র‌্যাবের সদস‌্য মোতায়েন করা আছে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ