১৫ মার্চ শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে ২ জন ছাত্রকে ধর্ষণের অভিযোগে রওদাতুল আতফাল মাদরাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে সরিষাবাড়ি থানা পুলিশ।
আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদরাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদরাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে সরিষাবাড়ি থানায় নিয়ে যায়।
একজন নির্যাতিতার মা সাংবাদিকদের জানান, তার ১০ বছরের বাচ্চাকে ২ মাস ধরে ধর্ষণ করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য সরিষাবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ৯ বছরের ছেলেকে মাদরাসার একজন শিক্ষক চার মাস ধরে ধর্ষণ করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।