গতকাল ৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ মাদারীপুর পুরানবাজার রাস্তি এলাকার এক বিবাহিত নারীর সাথে শহরের কুকরাইল এলাকায় রিপন(১৮) নামে এক যুবকের পরকীয়া প্রেম নিয়ে দুই এলাকার দ্বন্দ্ব চলছিলো।
এঘটনার মিমাংসা আলোচনায় শনিবার দুপক্ষ শালিসিতে বসেন কুকরাইল এলাকায় রিপনের ভাড়া বাসায়।শালিসির একপর্যায়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের।এরই সুত্র ধরে শনিবার দুপুরে শহরের ইটেরপুর কুকরাইল এলাকায় সড়কে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষ।
এসময় রাস্তি এলাকায় পক্ষ নিয়ে কুকরাইল এলাকার বিরুদ্ধে সংঘর্ষে যোগ দেন শহরের বাগেরপার এলাকার একাংশ।সংঘর্ষে একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।পরে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ থামলেও শনিবার রাতে পুনরায় সংঘর্ষে জড়ান ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ।এতে ফের বোমা বিস্ফোরণ ঘটানো হলে এলাকাবাসী আতংকিত হয়ে যায়।