শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

রোজাদার ব্যক্তির জন্য   সকালের যে ব্যায়াম উপকারী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক

সকালে ঘুম থেকে উঠে দুটি সহজ ব্যায়াম অনুশীলন করতে পারেন। এতে দীর্ঘ সময় রোজা রাখার পরও সারাদিন প্রশান্তি ও চাঙা অনুভব করবেন, বলছেন ফিটনেস বিশেষজ্ঞরা।

 

ব্যায়াম শরীরকে ফিট রাখলেও রোজা রেখে যেকোনো ব্যায়াম আপনি চাইলেই করতে পারবেন না। রোজায় দীর্ঘসময় খাবার ও পানি বিরতি থাকায় এসময় আপনাকে এমন ব্যায়াম বেছে নিতে হবে যা অনুশীলন করা সহজ এবং শরীরের কার্যক্ষমতা বাড়াতে দ্রুত সক্ষম।

 

ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, রোজা রেখে শুধু শুয়ে বসে থাকলে বা বিশ্রামে থাকা ক্ষতিকর। এজন্য রমজান মাসেও রোজার সময় সকালে একটি বা দুটি সহজ ব্যায়ামকে সঙ্গী করে নিতে হবে। 
 
সকালে ঘুম থেকে উঠে সহজ যে ব্যায়মটি নিয়মিত অনুশীলন করতে পারেন তার মধ্যে বজ্রাসন অন্যতম। বিভিন্ন আসনের মধ্যে এ আসনটি সবচেয়ে সহজ আসন। রোজা রেখে তাই অনায়াসেই স্বাচ্ছন্দ্যে এ ব্যায়াম অনুশীলন করতে পারেন। 

বজ্রাসন ব্যয়াম

 

বজ্রাসন অনুশীলনরে নিয়ম: প্রথমে শুয়ে পড়ে ধীরে ধীরে আপনার দুটি পা ওপরে তুলুন। এবার হাত দুটো কনুইয়ের কাছ থেকে ভেঙে কোমরের দু’পাশে ধরুন এবং কনুইয়ের ওপরে জোর দিয়ে কোমর ও পা সোজা অবস্থায় ওপরে তুলে নিয়ে আসুন। ৯০ ডিগ্রি পজিশনে উঁচু করা পায়ের বুড়ো আঙুল মাথা বরাবর থাকবে। থুতনিটি বুকের সঙ্গে এভাবে দিনে তিনবার অনুশীলন করুন।
 
এ আসন অনুশীলন করার পর একবার করে শবাসন করার নিয়ম রয়েছে।

মরার মতো পড়ে থাকা শবাসন

শবাসন: সবচেয়ে সহজ আসন মনে হলেও শবাসন করতে মানসিক স্থিরতার প্রয়োজন। চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। দুটি হাত শরীরের দু’পাশে শরীরসংলগ্ন রাখুন। হাতের তালু দুটি শিথিল করে রাখুন। চোখ বন্ধ করুন। বেশ কিছুক্ষণ এভাবে মরার মতো পড়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসুন। এতে মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত থাকবে।
 
উপকারিতা
 
প্রতিদিন সকালে এ আসন দুটি অনুশীলন করলে যেসব উপকার মিলবে সেগুলো হলো-
১। শরীরে কোনও নেতিবাচক চাপ পড়বে না।
২। রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৩। নিয়মিত বজ্রাসনে চুলের স্বাস্থ্য উন্নত হয় এবং গোড়া শক্ত হয়। এর                ফলে  চুল সহজে ঝরে পড়ে না। বরং আগের তুলনায় হয় লম্বা,
      ঘন আরও মজবুত হয়।
৪। জয়েন্টের ব্যথা দূর হয়।
৫। কোমর, কাঁধ, হাঁটু ও গোড়ালি দৃঢ় হয়।
৬। পায়ের পাতার অসাড়তা রোধ করে।
৭। হজমশক্তি বাড়ায়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ