গোলাম মোর্শেদ স্টফ রিপোর্টার
–
প্রযুক্তি যতই উন্নতি হচ্ছে প্রতারণার কৌশল উন্নত হচ্ছে, অনলাইনে ছড়িয়ে আছে বিভিন্ন গ্রুপের প্রতারক চক্র। কেউ আর্থিক সাহায্যে করার প্রলোভন দেখায় কেউ বিভিন্ন চাকরি দেওয়ার আবার কেউবা আবার কেউ বা অনলাইন থেকে ইনকাম করার পথ দেখায়।
গতকাল আমার এক পরিচিত ছোট ভাইয়ের সাথে ঘটে অন্য এক ঘটনা একটা মেয়ে তাকে অনলাইনে সেক্স করার প্রস্তাব দিলে সে বুঝতে না পেরে ওই মেয়ের নাম্বারে ফোন দেয় এবং ফেসবুকে মেসেজ আদান প্রদান করে কিছুক্ষণ পর এই ছোট ভাইয়ের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় প্রতারক চক্রের কলগার্ল সানজিদা আক্তার কে ফোন দিলে তিনি জানান আইডি ঠিক করতে হলে তাকে ৫০০০ টাকা দিতে হবে।
এই প্রতারক চক্র ডিউটি পূর্ব বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে । এ ধরনের প্রতারক চক্রদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ