বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি
৪ মার্চ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দু’টি ইটভাটাকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইসলামপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার এবং জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহার নেতৃত্বে দু’টি ইটভাটায়।
অভিযানের সময় ইসলামপুর পৗর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় হাশেম আলী যুগলের মালিকানাধীন হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে আমিরুল ইসলামের মালিকানাধীন সদাগর ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (সংশোধিত) ১৯ এর ৫/১ ধারার ১৫/১(খ) ধারা মোতাবেক অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে এই দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার সাংবাদিকদের জানান অবৈধভাবে ইটভাটা দুটি পরিবেশের বিপর্যয় ঘটানোর পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।