মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ২টি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি

 

৪ মার্চ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দু’টি ইটভাটাকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইসলামপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

 

 

যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার এবং জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহার নেতৃত্বে দু’টি ইটভাটায়।

 

 

অভিযানের সময় ইসলামপুর পৗর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় হাশেম আলী যুগলের মালিকানাধীন হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে আমিরুল ইসলামের মালিকানাধীন সদাগর ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

 

 

২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (সংশোধিত) ১৯ এর ৫/১ ধারার ১৫/১(খ) ধারা মোতাবেক অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে এই দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।

 

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার সাংবাদিকদের জানান অবৈধভাবে ইটভাটা দুটি পরিবেশের বিপর্যয় ঘটানোর পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ